পাবনা জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

|

পাবনা করেসপনডেন্ট:

অনলাইনে সেবা গ্রহণে বিড়ম্বনার অভিযোগে পাবনার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের একটি দল।

সোমবার (২৩ জুন) দুপুরে দুদক সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে দুদকের একটি অভিযানিক দল জেলা নির্বাচন অফিসে অভিযান চালায়।

একজন সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে অনলাইনে নাম, বয়স সংশোধনের ক্ষেত্রে কিছু হয়রানির অভিযোগ পাওয়া যায়।

সাধন চন্দ্র সুত্রধর জানান, অভিযানে বিভিন্ন সেবাগ্রহীতাকে জিজ্ঞসাবাদ করা হয়। জিজ্ঞসাবাদে অধিকাংশ সেবাগ্রহীতা সন্তোষজনক সেবা পেয়েছেন বলে জানান। তবে কয়েকজন সেবাগ্রহীতা সাঠিকভাবে সেবা পাননি বলে অভিযাগ করেন।

তিনি আরও জানান, এ বিষয়ে দুদক প্রধান কার্যালয়ের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় অনিয়ম, তথ্য সংশোধনে বিড়ম্বনার অভিযোগে দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে একযোগে অভিযান চালাচ্ছে দুদক। আজ রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর জেলা কার্যালয়ে দুদকের এ অভিযান চালানো হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply