যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা উদযাপনে রাস্তায় নাগরিকরা

|

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে স্থানীয় সময় সোমবার (২৩ জুন) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাজধানী দোহায় অবস্থিত ঘাঁটিতে এই হামলা চালানোর পর থেকেই ইরানি নাগরিকরা রাস্তায় নেমে তা উদযাপন করতে শুরু করে।

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের মধ্যাঞ্চলে ইরানিরা গাড়ির হর্ন বাজিয়ে উদযাপন করছে [মাজিদ আসগরিপুর/রয়টার্স]
উদযাপনকারীদের ইসলামী প্রজাতন্ত্রের পতাকা উত্তোলন করতে দেখা যাচ্ছে [মাজিদ আসগরিপুর/রয়টার্স]
ইরানের আক্রমণ উদযাপনের সময় ইরানিরা স্লোগান দিচ্ছে [মাজিদ আসগরিপুর/পশ্চিম এশিয়া সংবাদ সংস্থা রয়টার্সের মাধ্যমে]

উল্লেখ্য, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ছবি ও তথ্যসূত্র : আলজাজিরা

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply