লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশ ইন

|

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ সীমান্তে ৮৮২ নং মেইন পিলার দিয়ে তাদের পুশ ইন করা হয়।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতীয় ১৫৭ বিএসএফ’র মহেশমারী ক্যাম্পের সদস্যরা উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ সীমান্ত দিয়ে ৭ জন ব্যক্তিকে পুশ ইন করে। এরপর বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেয়।

তারা আরও বলেন, আটককৃতরা প্রায় ৩৫ বছর ধরে ভারতের দিল্লিতে অবস্থান করেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে। তাদের বাড়ি বাংলাদেশের খুলনায় জেলায় বলেও জানা যায়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) বাউরা নবীনগর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।

বাউরা নবীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার রেজাউল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া ব্যক্তিদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হবে। তবে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃকতরা এখনও বিজিবির হেফাজতে রয়েছেন।

অপরদিকে, ঘটনার পর থেকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানা যায়।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply