স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসে আয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক চীনা নাগরিকসহ ৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম।
তিনি বলেন, গতকাল সোমবার মধ্যরাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারার বসুন্ধরা এলাকা হইতে চীনা নাগরিকসহ ৫জন প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এছাড়া, আন্তঃজেলা ডাকাত দলের ৭ জন সদস্যকে গ্রেফতারের কথাও জানায় গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
/আরএইচ
Leave a reply