কমলো স্বর্ণের দাম, ভরি সর্বোচ্চ ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা

|

ফাইল ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৬৮ টাকা কমিয়ে ১ লাখ ৭২ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল বুধবার (২৫ জুন) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ হাজার ৩৭৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ১ লাখ ১৭ হাজার ২ টাকা ভরি নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১৪ জুন সবশেষ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ১৮২ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ মঙ্গলবার পর্যন্ত এই দামে বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply