পঞ্চগড় প্রতিনিধি:
অপারেশন ডেভিল হান্টে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব আকতার মিয়া (৩৮) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রুবেলকে (৩২) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর এলাকায় ও উপজেলার শালবাহান ইউনিয়নের উত্তর বোয়ালমারী এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়৷
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করে। পরে তাদের হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়৷
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ ২ জনকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
/এটিএম
Leave a reply