পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মৃত্যু

|


ফরিদপুর প্রতিনিধি:

পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। বিকেল ৫টার দিকে শহরতলীর ধলার মোড়ের পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এর আগে বেলা ৩টার দিকে তারা গোসল করার উদ্দেশে পদ্মা নদীতে নামে।

নিহত ওই দুই শিক্ষার্থীর এক জনের নাম রেজা এ রাব্বি তামিম, অপরজনের নাম আবদুল্লাহ আল মারুফ। তারা দুই জনই কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ১ম বর্ষের শিক্ষার্থী। তামিম গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদী আশুলিয়া গ্রামের শওকত হোসেনের ছেলে এবং রাব্বি নোয়াখালী জেলার ধর্মপুর থানার উত্তর শরিফপুর গ্রামের মোয়াজ্জেম হক শামীমের ছেলে। তারা দুই জনই কলেজ ক্যাম্পাসের হলে থাকতো।

ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জানায়, সকাল থেকে বৃষ্টি থাকায় ছাত্ররা দুপুরে ক্যাম্পাসে ফুটবল খেলে। পরে ৬ জন শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে যায় বেলা ৩টার দিকে। এরপর তারা খবর পান দুইজনকে খুজে পাওয়া যাচ্ছে না। দ্রুত ক্যাম্পাস থেকে ধলার মোড়ে গিয়ে তারা ওই দুইজনকে উদ্ধার করে।

কোতয়ালী থানার অফিসার ইন চার্জ মো. আসাদুজ্জামান বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। যতটুকু জানা গেছে, ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ জন শিক্ষার্থী ধলার মোড় এলাকার পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল। এর মধ্যে ৪ জন তীরে উঠে আসতে পারলেও ২ জন স্রোতের টানে তলিয়ে যায়। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে খুঁজে পায়। তাদের উদ্ধার করে পাশের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকেই মৃত ঘোষণা করে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply