ঝিনাইদহ করেসপনডেন্ট:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দালালসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ জুন) সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলার দুটি সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি তাদের আটক করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মো. রফিকুল ইসলাম এর গোলাপ বাগানের সামনে পাকা রাস্তার ওপর হতে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ০৪ জন (০৩ পুরুষ এবং ০১ নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
তিনি আরও বলেন, একই দিনে দুপুর ১২টার দিকে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/১৪-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুসুমপুর গ্রামের স্বরুপপুর স্কুল এর পাশে পাকা রাস্তার উপর হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ১ জন দালালসহ আরও এক বাংলাদেশী নাগরিক নারীকে আটক করা হয়।
আটককৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
/এমএইচ
Leave a reply