পাবনায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

|

প্রতীকী ছবি।

পাবনা করেসপনডেন্ট:

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে বাড়ির পাশে বড়াল নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ফরিদপুর উপজেলা সদরের উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিলের মেয়ে তিন্নি খাতুন (১১) ও একই এলাকার মোহাম্মদ আলমগীর হোসেনের একমাত্র ছেলে জোবায়ের আহমেদ (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে তিন্নি ও জোবায়ের। এসময় সেখানে অন্যান্যরাও গোসল করছিল। গোসলের একপর্যায়ে ওই দুই শিশু পানিতে তলিয়ে গেলে অন্যরা পানিতে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্য ঘোষণা করেন।

ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply