কাবুলে সরকারি অফিসে বন্দুকধারীদের হামলা, ২৮ কর্মকর্তা নিহত

|

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সরকারি অফিসে হানা দিয়ে ২৮ কর্মকর্তাকে হত্যা করেছে বন্দুকধারীরা। এর পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাত ঘণ্টার বন্দুকযুদ্ধের পর সোমবার রাতে জিম্মিদশার অবসান হয়।

সোমবার বিকালে দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে একটি গাড়িতে আত্মঘাতী বোমারুর বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে হামলাটি শুরু হয়।

জঙ্গিরা এর পর প্রতিবন্ধী ও শহীদ পরিবারবিষয়ক জাতীয় কর্তৃপক্ষ ভবনে হামলা চালিয়ে বেসামরিকদের জিম্মি করে এবং আফগান সৈন্যদের সঙ্গে বন্দুক লড়াইয়ে লিপ্ত হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেছেন, নিহত অন্যদের মধ্যে একজন পুলিশ সদস্য। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন হামলাকারীও নিহত হয়েছে।

কাবুলের রক্তক্ষয়ী এই সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

পাশের ভবনের এক সরকারি কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের পর তারা নিজেদের কক্ষগুলো আটকে দেন। জিম্মিদশা চলাবস্থায় ভবনটির দ্বিতীয় তলায় আগুন ধরে যায়।

এমন একসময় এ হামলার ঘটনা ঘটল, যখন আফগানিস্তান থেকে অর্ধেক মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply