স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও জাতীয় সংসদের মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে। তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে এখনও বলেন ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াই করতে হবে।
শনিবার (২৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময়, আগামী নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব সবার বলেও উল্লেখ করেন তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে বৈঠক থেকে আমরা বার্তা পেয়েছি আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেয়ার মতো একটি নির্বাচন হবে।
রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চুন্টা ইউনিয়ন বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে।
চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এ. বি. এম. মোমিনু্ল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
/এএইচএম
Leave a reply