ছাত্রদল নেতা জনি হত্যা: সাবের হোসেন চৌধুরীসহ ৬২ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ

|

ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ,গুম করে ক্রসফায়ারে হত্যা দায়ে সাবের হোসেন চৌধুরী, আছাদুজ্জামান মিঞাসহ ৬২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ করে বিএনপি।

রোববার (২৯ জুন) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাহউদ্দিন খান।

তিনি বলেন, ২০১৫ সালে জনি জেলখানায় যায় এক বন্ধুকে দেখতে। সেখান থেকে তাকে অপহরণ করা হয়। পরে গুম করে রেখে ২দিন পর ১৬টি গুলি করে ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৯ জানুযারি সকালে জনি ও তার সহপাঠী মইনসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছোট ভাই মনিরুজ্জামান হীরাকে দেখতে যান। কেন্দ্রীয় কারাগার থেকে ফেরার তাদের অবৈধভাবে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাদের ডিবি ঢাকা মেট্রোপলিটন দক্ষিণ কার্যালয়ে নিয়েও নির্যাতন চালানো হয়।

এ বিষয়ে নুরুজ্জামান জনির বাবা ইয়াকুব বলেন, তার ছেলেকে নির্বিচারে গুলি করে বুক ঝাঝরা করে দেয়া হয়েছে। এর সাথে জড়িতদের উপযুক্ত শাস্তিও দাবি করেন তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply