ক্লাব বিশ্বকাপের এ যাবতকালের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে আল হিলালের কাছে ৪-৩ গোলে হেরেছে ব্রিটিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, যার ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সিটিজেনদের।
মার্কোস লিওনার্দোর ১১২তম মিনিটের জয়সূচক গোলে সৌদি আরবের এই দলটি অরল্যান্ডোতে সাত গোলের এই থ্রিলারে জয় পায়।
বার্নার্ডো সিলভা প্রথমার্ধে সিটিকে এগিয়ে নিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলা হয়ে ওঠে অপ্রত্যাশিত। লিওনার্দো (আল হিলাল), ম্যালকম (আল হিলাল) ও এরলিং হাল্যান্ডের (সিটি) গোলে খেলা টাই হয়ে যায় এবং ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।
এরপর ম্যাচের ৯৪ মিনিটে হিলালের কালিদু কুলিবালির হেডার জবাবে ফিল ফোডেন সিটিকে আবার সমতায় ফেরান ১০৪ মিনিটে। ম্যাচের ১১২ মিনিটে রিবাউন্ডে লিওনার্দো চূড়ান্ত গোলটি করেন। ফলে ৪-৩ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আল- হিলাল। অন্যদিকে, সৌদি ক্লাবের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচ হেরে সিটি বস পেপ গার্দিওলা বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু আজ রাত আল হিলালের ছিল।’
আল হিলালের জয়ের নায়ক মার্কোস লিওনার্দো ম্যাচ শেষে বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তগুলোর একটি।’
আল হিলাল এখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্লুমিনেন্সের। এই জয়ের মাধ্যমে তারা ইতিহাস গড়ার আরও এক ধাপ নিকটে পৌঁছে গিয়েছে।
/এআই
Leave a reply