ফাইল ছবি।
সদ্য বিদায়ী জুন মাসে দেশে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিকে, বিদায়ী অর্থবছরে দেশে ৩ হাজার ৩২ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
সবশেষ গত মে মাসে দেশে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এপ্রিল মাসে এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ দিকে প্রবাসীরা অর্থ পাঠানো কমিয়ে দেন। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে আবারও অর্থ পাঠাতে শুরু করেন প্রবাসীরা। এরপর থেকে ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ে।
/আরএইচ
Leave a reply