ফাইল ছবি।
দুই দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বুধবার (২ জুলাই) থেকে এই দর কার্যকর হবে বলেও জানায় স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠনটি। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
নতুন দর অনুযায়ী, আজ বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা ও সনাতন পদ্ধতির একভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায় বিক্রি হবে।
এর আগে, সবশেষ গত ২৮ জুন স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা কমানো হয়েছিল। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দর ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা দাঁড়িয়েছিল। মঙ্গলবার (১ জুলাই) রাত পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।
/আরএইচ
Leave a reply