গিলের টানা দুই সেঞ্চুরি, জয়সওয়ালের আক্ষেপ

|

তাদের দুজনকেই ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয়। বিরাট কোহলি ও রোহিত শর্মাবিহীন নতুন যুগে হেডিংলি টেস্টে সেঞ্চুরি পেয়েছেন দুজনই। কিন্তু গতকাল শুরু এজবাস্টন টেস্টে চিত্রটা কিছুটা আফসোসের। অধিনায়ক শুভমান গিল দারুণ সেঞ্চুরি পেলেও আক্ষেপ রয়ে গেছে যশস্বী জয়সওয়ালের। সেঞ্চুরির স্বাদ পেতে পেতেও থেমে গেছেন ৮৭ রানে।

বুধবার (২ জুলাই) এজবাস্টনে প্রথম দিনের খেলা শেষে ভারত তুলেছে ৫ উইকেটে ৩১০। গিল অপরাজিত ১১৪ রানে এবং ৪১ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা।

ম্যাচের শুরুতে পেসবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগান ক্রিস ওকস। অষ্টম ওভারে লোকেশ রাহুলকে বোল্ড করে ইংলিশদের প্রথম সাফল্য এনে দেন তিনি। দ্বিতীয় উইকেটে জয়সওয়াল ও করুন নায়ার ৮০ রানের জুটি গড়লেও ইনিংস বড় করতে পারেননি আট বছর পর টেস্টে ফেরা নায়ার। ৫০ বলে ৩১ রান করে ব্রাইডন কার্সের বলে স্লিপে ক্যাচ তুলে দেন তিনি।

গিল ব্যাটিংয়ে নামেন ভারত ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর। সেখান থেকে ওপেনার জয়সওয়ালকে নিয়ে ৬৬ রানের জুটি গিলের। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ১৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন জয়সওয়াল। বেন স্টোকসের শর্ট বলে চালাতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেন বাঁহাতি ওপেনার।

জয়সওয়ালের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা ঋষভ পান্তও টেকেননি বেশিক্ষণ। ৪২ বলে ২৫ রান করে শোয়েব বশিরের বলে লং অনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেডিংলিতে জোড়া সেঞ্চুরি করা এই মারকুটে ব্যাটার। এরপর নীতীশ কুমার রেড্ডিও ফিরে যান দ্রুত।

২১১ রানে ৫ উইকেট হারানোর পর বাকি ২৩.২ ওভার জাদেজাকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন ভারত অধিনায়ক। দেখা পান টানা দুই সেঞ্চুরির।

এজবাস্টন টেস্টে সেঞ্চুরি করে অন্যরকম এক রেকর্ডে মহারথীদের পাশে নাম ওঠানোর সৌভাগ্য হলো ভারতের তরুণ অধিনায়কের। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের প্রথম ও দ্বিতীয় উভয় টেস্টে সেঞ্চুরি করা নবম বিদেশি অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

ভারত ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৫ (গিল ১১৪*, জয়সোয়াল ৮৭, জাদেজা ৪১*, নায়ার ৩১; ওকস ২/৫৯, কার্স ১/৪৯, স্টোকস ১/৫৮)।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply