রাজধানীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

|

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিনা ত্রিপুরা নামের এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

রিনা ত্রিপুরা বান্দরবান থানচি উপজেলার বিদ্যামনি পাড়া গ্রামের অন্দ্রমনি ত্রিপুরার সন্তান।

রিনা ত্রিপুরার পরিবার সূত্রে জানা যায়, রিনা ধানমন্ডির মেহেরুন্নেসা গালর্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসে থাকেন। বুধবার (২ জুলাই) রাতে খাগড়াছড়ি থেকে ঢাকায় আসেন তিনি। আজ ভোরবেলায় মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসের সামনে এলে দুই ছিনতাইকারী তার রিকশাটি গতিরোধ করে এবং তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ছাত্রী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে এসেছে। ঘটনাটি ধানমন্ডি থানায় জানানো হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply