মুরাদনগরে ধর্ষণের অভিযোগ: পর্নোগ্রাফি মামলায় ৩ দিনের রিমান্ডে ৪ আসামি

|

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের অভিযোগ ওঠা ঘটনায় পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার ৪ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, সুমন, রমজান, আরিফ ও অনিক।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মামুনুল হক এই আদেশ দেন।

এর আগে, গত সোমবার গ্রেফতার চারজনের সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আজ শুনানি শেষে প্রত্যেক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই সময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালায়। পরে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়া হয়। এরপর এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ। তাদেরকে পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়।

এদিকে, গত ২৯ জুন ধর্ষণের দায়ে অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply