নবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ক্র্যাবের উদ্বেগ

|

ঢাকার নবাবগঞ্জে নির্বাচনী সংবাদ সংগ্রহে যাওয়া যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’।

মঙ্গলবার ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলমের দেয়া এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

তারা বলেন, পেশাদার সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনা উদ্বেগের বিষয়, যা আমাদের কাম্য নয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকার নবাবগঞ্জ-দোহারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত সহসভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার মিজান মালিক, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির সভাপতি নেসারুল হক খোকন, সিনিয়র সদস্য মুজিব মাসুদ, আব্দুল্লাহ তুহিন, তানভীর হাসান, ইমতিয়াজ আল মোমিন, সাজ্জাদ পারভেজ গতকাল সোমবার রাতে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। সন্ত্রাসীরা তাদের লাঞ্ছিত করার পাশাপাশি তাদের ব্যবহৃত হোটেলকক্ষ ব্যাপক ভাঙচুর করে। এমনকি সবাইকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply