সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে: কাদের

|

ঢাকা- ১ আসনের নবাবগঞ্জে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বিকালে নোয়াখালীতে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

কাদের আরও বলেন, তদন্তে যদি আওয়ামী লীগ কর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হবে।

প্রসঙ্গত, সোমবার রাত ১১টার দিকে নবাবগঞ্জে থানা রোডে একদল সশস্ত্র সন্ত্রাসী শামীম গেস্ট হাউসে যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়া ভাংচুর করা হয়েছে ১৮টি গাড়ি ও হোটেলের বিভিন্ন কক্ষ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন সাংবাদিকরা। সশস্ত্র হামলাকারীরা প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখে গণমাধ্যমকর্মীদের। এ সময় স্থানীয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ন্যক্কারজনক এ ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে থানা বা প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজ নেননি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply