প্রতীকী ছবি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগরীর জুলাই প্রদর্শনীর গাড়িতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকজন আহতসহ প্রদর্শনী গাড়ির এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
জানা গেছে, বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গত ২৩ জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওইসময় চারজন আহত হয়েছিলেন।
/এএস
Leave a reply