ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি ফুটবলার

|

ইসরায়েলের হামলায় না ফেরার দেশে পাড়ি জমালেন ফিলিস্তিনি ফুটবলার মুহান্নাদ আল লিলি। নরওয়েতে স্ত্রী ও নবজাতক সন্তানের কাছে যাওয়ার অপেক্ষায় ছিলেন নিহত এই ফুটবলার।

গত সোমবার সেন্ট্রাল গাজার আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে ড্রোন থেকে ফেলা একটি মিসাইল আঘাত করে মুহান্নাদের তিন তলার বেডরুমে। এর ফলে মাথায় মারাত্মক আঘাত ও রক্তক্ষরণ হয় তার। মারা যাওয়ার আগে প্রায় একদিন লড়তে হয়েছে এই ফুটবলারকে।

এমনকি গাজা ছেড়ে স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় মিডল ইস্ট আই নামক এক সংবাদমাধ্যম। ইসরায়েলের চলমান হামলা শুরুর আগে নরওয়েতে চলে যান তার স্ত্রী। সেখানেই জন্ম হয় তার সন্তানের। কিন্তু দেখা হয়নি বাবা মুহান্নাদের সঙ্গে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের মোট ২৬৫ জন ফুটবল খেলোয়াড় প্রাণ হারিয়েছেন বলে জানায় প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply