পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তারই ক্লাবের সতীর্থ মোহামেদ সালাহ। তিনি বলেছেন, তার এমন মৃত্যুতে সত্যিই বাকরুদ্ধ। গতকাল পর্যন্তও কখনও ভাবিনি যে এমন কিছু ঘটবে। বিরতির পর লিভারপুলে ফিরে যাওয়ার চিন্তাই এখন ভয় ধরিয়ে দেয়।
আজ শুক্রবার (৪ জুলাই) সামাজিকমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
সালাহ লিখেছেন, দল থেকে সতীর্থরা আসেন এবং যান, এটা স্বাভাবিক কিন্তু এমনভাবে নয়। এটা মেনে নেয়া অসম্ভব যে মৌসুম শেষে আমরা যখন দলে ফিরবো, তখন দিয়েগো আমাদের সঙ্গে থাকবে না।
তিনি আরও লেখেন, দিয়েগোর স্ত্রী, সন্তানের জন্য আমার প্রার্থনা থাকবে। এমনকি ওর বাবা-মায়ের জন্যও, যারা তাদের সন্তানদের হারিয়েছেন। দিয়েগো এবং তার ভাই আন্দ্রের কাছের মানুষদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সহানুভূতি ও সমর্থন। তারা কখনওই ভুলবার নয়।
উল্লেখ্য, স্পেনের জামোরার এক হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী প্রয়াত এই ফুটবলারের মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। ২০২০ সালে ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলে যোগ দেন জোতা।
এ ছাড়াও জোতার মৃত্যুকে ঘিরে শোক প্রকাশ করেছে লিভারপুলও। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিসহ প্রায় সব ক্লাবই জোতার মৃত্যুতে জানিয়েছে সমবেদনা। তার নিজ শহরের ক্লাব এস.এফ.সি পোর্তো তার মৃত্যুতে ক্লাবের পতাকা অর্ধনমিত করেছে। স্টেডিয়ামের সাইটস্ক্রিনে দেখা গেছে জোতার প্রতি তাদের ভালোবাসা।
/এসআইএন
Leave a reply