বিচার ও সংস্কার শেষে স্থানীয় নির্বাচনের দাবি জামায়াতের

|

গণঅভ্যুত্থানের হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে।

রোববার (৬ জুলাই) পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ দাবি জানান দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মুজিবুর রহমান বলেন, পাকিস্তানের সাথে যুদ্ধের সময় নিজের অধিকার, ভোটের অধিকারের আশায় বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তা সফল হয়নি। যার ফলে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চালিয় যেতে হবে উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, বাংলাদেশে এ যাবতকালে ভোটের অধিকার আসেনি। পতিত সরকারের দোসর যারা এখনও আছে, তাদের বিচার নিশ্চিত ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময়, বাংলাদেশে সুশাসন কায়েম করতে হলে কুুরআনের আইনে শাসন কায়েম করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply