অপহরণের ৩৮ বছর পর পরিবারের কাছে ফিরল আর্জেন্টাইন মহিলা

|

আর্জেন্টিনা ও বলিভিয়া পুলিশের যৌথ অভিযানে ৩৮ বছর পর নিজের পরিবারের কাছে ফিরেছে আর্জেন্টাইন এক মহিলা।
এর আগে ১৯৮০ সালে পাচারকারী চক্রের হাতে অপহৃত হয়ে সে বলিভিয়ায় পাড়ি জমায়।

বিবিসির বরাতে জানা যায়, দক্ষিণ বলিভিয়ার বারমেজোতে একটি সতর্ক বার্তা পাবার পর পুলিশ সেই মহিলাকে সনাক্ত করতে সমর্থ হয়। মুক্তি পাওয়া সেই মহিলা (৪৫) পুলিশের এই অভিযানের পূর্বে তার পরিবারের কাছে অজ্ঞাত অবস্থায় ছিল।
পুলিশ এসময় তাকে এবং তার ৯ বছর বয়সী পুত্রকে বন্দিদশা উদ্ধার করে থেকে। তবে ওই মহিলা ও তার পুত্রের কোন পরিচয় প্রকাশ করেনি বলিভিয়া পুলিশ।

২৫ ডিসেম্বরে আর্জেন্টাইন পুলিশের এক বার্তায় জানানো হয়, এই মাসের প্রথম দিকে অপহরণকারীদের থেক মুক্তি পেয়ে সেই মহিলা অবশেষে মার ডেল প্লাতাতে তার পরিবারের কাছে ফিরে যেতে সমর্থ হয়েছে।
তবে আর্জেন্টাইন পুলিশের এই বার্তায় তার অপহরণের জন্য কারা দায়ী সে সম্বন্ধে কিছুই বলা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply