সিলেট-১ আসনে বিএনপি প্রার্থীর বিরদ্ধে করা রিট খারিজ

|

সিলেট-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের বিরুদ্ধে মহাজোটের প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের দায়ের করা রিট আবেদন খারিজ হয়েছে।

বুধবার সকালে শুনানী শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়রুল আলম রিট আবেদনটি খারিজ করে দেন বলে জানিয়েছেন হাইকোর্টের আইনজীবী কামরুজ্জামান সেলিম।

এডভোকেট সেলিম জানান, খন্দকার আবদুল মুক্তাদিরের বাবা খন্দকার আবদুল মালিক কৃষি ব্যাংকের একটি ঋণের জামিনদার ছিলেন। ঋণের বিষয়টি ১৯৮৫ সালে নিষ্পত্তিও হয়ে যায়।

নিষ্পত্তিকৃত এ বিষয়টি নিয়ে ড. এ কে মোমেন হাইকোর্টে রিট পিটিশন করে খন্দকার মুক্তাদিরের প্রার্থীতা চ্যালেঞ্জ করেন। কিন্তু আদালতের বিচারক শুনানি শেষে রিট পিটিশনটি নামঞ্জুর করে দেন। শুনানিতে ড. এ কে আবদুল মোমেনের পক্ষে এডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে সাবেক এ্যাটর্নি জেনারেল হাসান আরিফ অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply