গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় পল্লব খান (৩০) নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

আজ বুধবার সকাল ৯টার দিকে শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত পল্লব নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আমুদী গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। সে পৌর এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিহত পল্লব ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে বাই-সাইকেল যোগে কারখানায় যাওয়ার পথে বেড়াইদের চালা এলাকায় অজ্ঞাত একটি গাড়ী চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

অন্যদিকে এ খবরে কারখানার শ্রমিকরা প্রায় আধ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বুঝিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply