মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ২০

|

(নির্মাণাধীন এই ভবনটির পাশের পাহাড় ধসে পড়ে শ্রমিকদের ওপর। আশঙ্কা করা হচ্ছে, অন্তত ২০ জন চাপা পড়েছে স্তুপের নিচে)

মালয়েশিয়ার পেনাং প্রদেশের জর্জ টাউনে ভূমিধসে মৃত্যু হয়েছে ৩ অভিবাসী শ্রমিকের। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বাংলাদেশি, রোহিঙ্গা ও ইন্দোনেশীয় নাগরিকসহ অন্তত ২০জন।

স্থানীয় সময় শনিবার সকাল ৮টার দিকে তাঞ্জুং বুঙ্গা এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। প্রায় ১০ মিটার উঁচু পাশ্ববর্তী পাহাড়ি খাদ ধসে পড়লে নির্মাণসামগ্রীর ধ্বংসস্তুপ ও কাদামাটির নিচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক।

মালয়েশিয়ান পত্রিকা দ্য স্টার জানিয়েছে, নিখোঁজ ২০ জন ধ্বংসস্তুপের নিচে পড়ে মারা যেতে পারেন।

এর প্রায় আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হয় দু’জন ইন্দোনেশীয় ও এক বার্মিজসহ ৩ শ্রমিকের মৃতদেহ; জীবিত উদ্ধার করা হয়েছে দু’জনকে। আটকা পড়া বাকি শ্রমিকদের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply