মৌলভীবাজারে র‌্যাবের বিশেষ নিরাপত্তা কর্মযজ্ঞ ‘রোবাস্ট পেট্রোলিং’

|

মৌলভীবাজার প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ‘রোবাস্ট পেট্রোলিং’ নামে বিশেষ নিরাপত্তা কর্মযজ্ঞ শুরু করেছে। এর অংশ হিসেবে দুপুরে মৌলভীবাজারে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প থেকে র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি একসাথে পুরো জেলায় ঘুরে বেড়ায়।

র‌্যাবের এ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম পরিচালনা করেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, জনমনে নিরাপত্তা অনুভূতি সৃষ্টির লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা ‘রোবাস্ট পেট্রোলিং’ পরিচালনা করেছেন।

নির্বাচনকে ঘিরে যাতে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীরা কোন রকম নাশকতা করতে না পারে সে লক্ষ্যে র‌্যাব-৯ পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply