৪৭ প্রার্থীর ভোট বর্জন

|

পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে আজ রোববার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৪৭ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। বর্জনাকারীদের বেশিরভাগ জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।

আজ রোববার সকাল আটটা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়।

ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর প্রথম ভোট বর্জনের ঘোষণা দেন ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া খুলনা-৫ আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

এরপর বিভিন্ন আসন থেকে একের পর এক ভোট বর্জনের ঘোষণা আসতে থাকে বিরোধী জোট ও স্বতন্ত্র প্রার্থীদের। দুপুরে ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সালমা ইসলামও ভোট থেকে সরে দাঁড়ান।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, দলীয় বা জোটগতভাবে এখন ভোট বর্জনের কোনো সিদ্ধান্ত তারা ঘোষণা করেননি। বিকাল ৪টায় ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। প্রার্থীরা তাদের নিজেদের সিদ্ধান্ত বর্জনের ঘোষণা দিচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply