২ লাখ রোহিঙ্গার জন্য ‘টার্কিশ জোন’ করবে তুরস্ক

|

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১২শ একর জমিতে ‘টার্কিশ জোন’ করবে তুরস্ক। এর মাধ্যমে অন্তত ২ লাখ রোহিঙ্গার মৌলিক চাহিদা মেটানো হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

আজ রোববার তুরষ্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান।

গত ২৫ আগস্টের পর মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর বর্বরতার মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সংখ্যা প্রায় ছয় লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিরাট সংখ্যক উদ্ভাস্তু মানুষের জন্য জায়গা ও খাবারের সংকুলান করতে বাংলাদেশকে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।

এ অবস্থায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে। সংকট শুরুর পর থেকে তুরস্ক এ ইস্যুতে সক্রিয় ভূমিকা নিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply