রাশিয়ায় ভবনধ্বসে নিহত ৪: নিখোজ অন্তত ৪০

|

রাশিয়ার ম্যাগনি-টো-গোর্স্ক শহরে ভবনধ্বসে প্রাণ হারিয়েছেন ৪ জন। এখনও কমপক্ষে নিখোঁজ রয়েছেন ৪০জন বাসিন্দা। তবে এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উদ্ধারকর্মীদের আশঙ্কা।

উদ্ধারকাজে নিয়োজিতরা বলছেন, মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের জীবিত থাকার সম্ভাবনা ক্ষীণ। তবুও জোরেশোরে চলছে তল্লাশি অভিযান।

এরইমাঝে, ৭ শিশুসহ মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৬ জনকে। আহতদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

ইতোমধ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন । ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা ও দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশও দেন তিনি।

শহর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় গ্যাস লিক থেকে বিস্ফোরণ হয়ে ভবনটি ধ্বসে পড়ে। ধ্বসে পড়া দশ তলা ভবনটির ৪৮টি ফ্ল্যাটে অন্তত ১২০ জন বসবাস করতেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply