ফেনীতে বাধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

|

দুই দিনের টানা বর্ষণ আর উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে বাধ ভেঙ্গে ২০ টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৪২টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফুলগাজীর মুহুরী নদীর দেড়পাড়া এলাকায় বাঁধের ভাঙনে পানি ঢুকে পড়ে ৩টি ইউনিয়নে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দুই হাজার পরিবার। ভাঙনের স্থান সময়মতো মেরামত না করায় এ অবস্থা বলছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বন্যার পানিতে ২০টি গ্রাম প্লাবিত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ৪২টির মতো। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমনের। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply