বাংলাদেশের কোটি কোটি ভোটারের প্রশংসায় যুক্তরাষ্ট্র

|

উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার আশাবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় দেয়া এক বিবৃতিতে এ কথা জানায় দেশটি।

৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কোটি কোটি ভোটার যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রশংসাতেও পঞ্চমুখ মার্কিন প্রশাসন। নির্বাচনে অংশ নেয়ায় সব দলকে ধন্যবাদ জানান মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো।

বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের পোশাক খাতসহ অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা উল্লেখ করা হয় বিবৃতিতে। এসময় বাংলাদেশের সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরণের সহিংতা ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় ট্রাম্প প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply