ভোট ডাকাতির নির্বাচন বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটের

|

নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে ভোটের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচিতে এই দাবি জানিয়েছেন নেতারা।

তাদের অভিযোগ, গোটা দেশ অবরুদ্ধ করে কোটি কোটি ভোটারের ভোটাধিকার হরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর দেশবাসী তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট এই নির্বাচন প্রত্যাখান করেছে। নির্বাচনে অর্থ-পেশিশক্তি-প্রশাসনিক কারসাজি বন্ধ ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজানোর দাবিও জানানো হয়।

আগামী ১১ জানুয়ারি প্রেসক্লাবে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের নিয়ে গণশুনানির ঘোষণা দিয়েছেন নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply