খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার শুরু

|

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে। পুরনো কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি হচ্ছে।

পরিবর্তিত বিচারক হাফিজুর রহমানের আদালতে নতুন করে এ মামলার কার্যক্রম শুরু হলো। দুপুর ১২টার কিছু পর খালেদা জিয়াকে পুরনোর কারাগারের সাব-জেল থেকে আদালতে আনা হয়। আদালতের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, এরপর এই মামলার শুনানিতে আর হাজির হতে চাননা তিনি। পরে দুদকের আইনজীবী শুনানি করেন। গত ৯ ডিসেম্বর পরিবর্তিত বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আজ পর্যন্ত শুনানি পর্যন্ত মুলতবি করেছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply