চুয়াডাঙ্গায় শুরু হয়েছে নির্বাচনী ব্যানার ফেস্টুন অপসারণ

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু করেছে চুয়াডাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এই পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। 
উদ্বোধনের পর পরই পৌরসভার বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মীরা শহরের বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে নামেন।

পৌর কর্তৃপক্ষ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচন শেষে প্রত্যেক প্রার্থীর নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকার সব ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ করার কথা। কিন্তু চুয়াডাঙ্গা-২টি সংসদীয় আসনে অংশগ্রহনকারী ১০ জন প্রার্থীর কেউই সেই নির্দেশনা মানছেন না। তাই পৌর মেয়র, পৌর পরিষদের কাউন্সিলর, নারী কাউন্সিলরসহ পরিচ্ছন্ন কর্মিরা শহর থেকে ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রমে নামেন।

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান,  যেহুতু প্রার্থীরা তাদের পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করছেন না। তাই জেলা প্রশাসকের অনুরোধে পৌর পরিষদ নিজ দায়িত্বে এসব পরিচ্ছনতার দায়িত্ব নিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply