মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন রাশিদা ও ইলহান

|

মার্কিন রাজনীতিতে আজকের দিনটি ছিলো ঐতিহাসিক।

মার্কিন স্থানীয় সময় অনুযায়ী আজ বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’ এ প্রথম ফিলিস্তিনি-মুসলিম নারী হিসেবে শপথ নেন রাশিদা তালিব। এসময় তিনি ঐতিহ্যবাহী প্যালেস্টাইনি পোশাক ‘তোব’ পরিহিত ছিলেন।
রাশিদা তালিব প্রথম প্যালেস্টাইনি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম মহিলা কংগ্রেসম্যান। তিনি (৪২) যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন প্যালেস্টাইনি মা-বাবার কাছে।

ইতিহাস গড়ার তালিকায় আজ তালিব একাই ছিলেন না। এইদিনে সর্বপ্রথম হিজাব পরে মার্কিন কংগ্রেসে শপথ নেন আরেক মুসলিম নারী ইলহান ওমর। ২৩ বছর আগে সোমালিয়া থেকে আশ্রয়প্রার্থী হিসেবে তার পরিবার পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে।

রাশিদা ও ইলহান

রাশিদা ও ইলহান দুজনই ছিলেন মার্কিন কংগ্রেসে শপথ নেয়া সর্বপ্রথম নারী সদস্য।  ইতিহাস গড়ার এদিনে প্রতিনিধিদের তালিকায় ছিলেন রেকর্ড সংখ্যক ১০২ জন নারী সদস্যও। যাদের মাঝে, ৩৬ জন নতুনভাবে জয়ী; ৪৩ জন অ-শ্বেতাঙ্গ। দু’জন নেটিভ আমেরিকানও আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply