কারো ফাঁদে পড়বো না: প্রধান বিচারপতি

|

ষোড়শ সংশোধিনী বাতিলের রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এর প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, এই রায় নিয়ে সরকার বা বিরোধী দলের ফাঁদে পড়বেন না তিনি।

গতকাল এক সংবাদ সম্মেলনে বিচারপতি খায়রুল হক বলেছিলেন, ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায়ে মূল বিষয় এড়িয়ে অযাচিত অনেক বিষয় টেনে আনা হয়েছে। একইদিন, ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় আওয়ামী লীগ। সেখানে বলা হয়, রায়ের কিছু বিষয় আপত্তিকর। এটি রিভিউ করা হবে কিনা ভেবেচিন্তে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply