সিংহাসন ত্যাগ করলেন মালয়েশিয়ার সম্রাট

|

সিংহাসন ত্যাগ করলেন মালয়েশিয়ার সম্রাট পঞ্চম মুহাম্মদ। দেশটির ইতিহাসে এই প্রথম মেয়াদ শেষের আগে, কোন সম্রাট ছাড়লেন ক্ষমতা।

রাজপ্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কার্যকর হয়েছে সম্রাটের পদত্যাগের সিদ্ধান্ত। তবে, কেনো তিনি ক্ষমতা পরিত্যাগ করলেন- সে ব্যপারে কিছু জানানো হয়নি। গেলো সপ্তাহেই, দু’মাসের অসুস্থতা জনিত ছুটি কাটিয়ে রাজকার্যে যোগ দেন ৪৯ বছর বয়সী সম্রাট। ডিসেম্বরেই, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে রাশিয়ায় তার গোপন বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। সে ব্যপারেও মন্তব্য করতে অস্বীকৃতি জানায় রাজপ্রাসাদ।

মালয়েশিয়ায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা থাকলেও, গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা এখনও সম্রাটের হাতে। মুসলিম দেশটির ইসলামিক অনুশাসনের তদারকি করে রাজপ্রাসাদ। এছাড়া, প্রধানমন্ত্রীসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগে চূড়ান্ত সই করেন, সম্রাট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply