মন্ত্রিসভার শপথ গ্রহণ

|

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার বিকালে বঙ্গভবনে প্রথমে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ২৪ জন পূর্ণাঙ্গ মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পর্যায়ক্রমে শপথ নেন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরাও।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীত বাজানোর মাধ্যমে।

এর আগে দুপুর থেকে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্য ও অতিথিরা জড়ো হতে থাকেন। প্রায় এক হাজার অতিথি এই শপথ অনুষ্ঠানে যোগ দেন।

এবারের মন্ত্রিসভার বাকি ৪৬ জনের ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩জন উপমন্ত্রী। এদের মধ্যে ২৭ জনই একেবারে নতুন। সরাসরি পূর্ণমন্ত্রী হচ্ছেন ৬ জন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করা কয়েকজন প্রমোশন পেয়ে মন্ত্রী হিসেবে শপথ নেন।

সবশেষ মন্ত্রিসভায় ছিলেন এমন মাত্র ১৫ জনকে রাখা হয়েছে তালিকায়। নতুনের ছড়াছড়িতে দীর্ঘ হয়েছে বাদ পড়ার তালিকা। তবে, এবারের মন্ত্রিসভায় এখন পর্যন্ত মহাজোটের শরিকদের কারও ঠাঁই হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply