আগস্টেই যুক্তরাষ্ট্রে হামলা চালাবে উত্তর কোরিয়া!

|

আগস্টের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ‘গুয়ামে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া। বুধবার গভীর রাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয় এই বিবৃতি।

তাতে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং উন নির্দেশ দিলেই হোয়াসং-টুয়েলভ ক্ষেপণাস্ত্রটি ছুঁড়তে প্রস্তুত পিয়ংইয়ং। সেনাপ্রধান কিম রক গিউমের বরাত দিয়ে জানানো হয়, মিসাইলটি জাপানের শিমানে, হিরোশিমা এবং কোইচি অঞ্চল অতিক্রম করে আঘাত হানবে গুয়ামে। তিন হাজার ৩৫৬ কিলোমিটারের ওড়ার সক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্রটির যা গুয়ামের ৩০ থেকে ৪০ কিলোমিটার জলসীমায় আঘাত হানবে।

চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, উত্তর কোরিয়া যদি আর কোনো হুমকি দেয়, তবে মার্কিন ক্রোধ আর অনলের শিকার হতে হবে তাদের। তারই জবাবে গুয়ামে হামলা চালানোর ঘোষণা দিলো উত্তর কোরিয়া।

/আরএএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply