ই-সিগারেট থেকে বিমানে আগুন

|

মার্কিন বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজে ই-সিগারেট খেতে অনুমতি দেয়। তবে গত ৪ জানুয়ারি ই-সিগারেট খাওয়ার ঘটনা থেকেই ঘটতে যাচ্ছিল বড় দুর্ঘটনা। যদিও শেষ পর্যন্ত অল্পতে রক্ষা পেয়েছে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

লাস ভেগাস থেকে যাত্রা করে শিকাগোর ও’হারে বিমানবন্দরে অবতরণের সময় বিমানের ভেতরে আগুন ধরে যায়। তবে ফ্লাইট এটেন্ডেন্টদের দ্রুত পদক্ষেপে আগুন বেশি ছড়াতে পারেনি। বিমানে থাকা যাত্রীদেরও কোনো ক্ষতি হয়নি।

ঘটনার তদন্ত শেষে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, একজন যাত্রীর ই-সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

গত জুলাই মাসে এয়ার চায়নাতেও একই ধরনের কাণ্ড ঘটেছিল। একজন কো-পাইলট তার ই-সিগারেটের ধোঁয়া আড়াল করতে বিমানের ভেন্টিলেশন সিস্টেম বন্ধ করে দেন। এতে বিমানের ভেতরে অক্সিজেনের অভাব দেখা দেয়।

অবশ্য পরে চীনা কর্তৃপক্ষ ওই পাইলটের লাইসেন্স বাতিলসহ এয়ারলাইন্সকে বড় ধরনের জরিমানা করেছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply