রাজউকে অস্বচ্ছ কর্মকাণ্ডের মানুষ রয়েছে : গণপূর্তমন্ত্রী

|

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

রাজউক নিয়ে ভালো কথা শোনা যায় না। রাজউকের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, এই প্রতিষ্ঠানের মধ্যেই অস্বচ্ছ কর্মকাণ্ডের মানুষ রয়েছে। যাদের কর্মকাণ্ডের দায়ভার নিচ্ছে রাজউক। এখান থেকে বের হয়ে আসতে হবে বলে জানালেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

রোববার সকালে, রাজউক মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি, দুর্নীতি বন্ধ করে রাজউক’কে জনবান্ধব প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেন। রাজউক থেকে সেবা পেতে অনেক বেশি ভোগান্তির শিকার হতে হয় বলে যে অভিযোগ রয়েছে তা দূর করতে কর্মকর্তা-কর্মচারীদের আহবান জানান মন্ত্রী।

শ ম রেজাউল করিম বলেন, সময় এসেছে ভালো হয়ে দেশের জন্য কাজ করার। সেই সুযোগ কর্মকর্তাদের নিতে হবে, তা না হলে প্রশাসন কঠোর হবে বলেও জানান তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply