টঙ্গীতে বিভিন্ন প্রজাতির ১৬৫টি পাখি জব্দ

|

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী বাজারে আজ রোববার সকালে অভিযান চালিয়ে টিয়া, ময়না, মুনিয়া,ঘুঘু, শালিকসহ বিভিন্ন প্রজাতির ১৬৫টি পাখি জব্দ করেছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট। তবে এসময় কৌশলে পাখি বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক। এ সময় তারা টঙ্গী বাজার এলাকায় বন্যপ্রাণি আইন নিয়ে একটি গণসচেতনতামূলক কর্মসুচীর আয়োজন করেন। পাখিগুলো ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেয়া হবে।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক বলেন, দেশীয় বন্যপ্রাণি ধরা, বিক্রি করা, পরিবহণ করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ উক্ত কাজ করলে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২-এর ৩৪-এর খ ধারা অনুসারে তাকে এক বছরের জেল, ৫০হাজার টাকা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।
জব্দকৃত পাখির মধ্যে ৯৫টি তিলা মুনিয়া,২৫টি কালো মাথা মুনিয়া, ৯টি টিয়া, ৮টি কাঠ শালিক, ৮টি ভাত শালিক, ৫টি ঝুটি শালিক, ১৮টি তিলা ঘুঘু ও একটি ময়না রয়েছে।

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply