রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলা হবে: গণপূর্ত মন্ত্রী

|

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলা হবে। সেক্ষেত্রে কোনো বাধা মানা হবে না। জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

সকালে সচিবালয়ে ভূমিকম্প বিষয়ে রাজউকের ‘আরবান রেজিলেন্স প্রকল্প’ নিয়ে পর্যালাচনা সভায় একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, এরইমধ্যে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সেটি শেষ হলেই ভবন ভাঙার কাজ শুরু হবে। এক্ষেত্রে নানামুখি বাধা আসে জানিয়ে মন্ত্রী বলেন, এবার কোনো বাধা মানা হবে না। অপরিকল্পিতভাবে কোনো ভবন নির্মাণ করতে দেয়া হবে না বলেও জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply