হবিগঞ্জে ভাঙ্গারির দোকান থেকে পাঠ্যপুস্তক জব্দ

|

হবিগঞ্জে একটি ভাঙ্গারির দোকান থেকে পাঠ্যপুস্তক জব্দের ঘটনার তদন্তে, তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা শাখার মর্জিনা অক্তারকে প্রধান করে এই কমিটি গঠন করে প্রশাসন। তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

সোমবার শহরের মোহনপুর এলাকার সফর উদ্দিন মনা মিয়ার ভাঙ্গারির দোকান থেকে বিনামূল্যে বিতরণের প্রায় ৪ হাজার বই জব্দ করা হয়। এরমধ্যে ৫ম থেকে দশম শ্রেণির বই রয়েছে। দোকান মালিক পালিয়ে গেলেও, এ ঘটনায় দুই কর্মচারীকে আটক করা হয়।

পুলিশের ধারণা, বইগুলো বানিয়াচং উপজেলার একটি বিদ্যালয় থেকে ওই দোকানে আনা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply