গাজীপুরে শীতলক্ষ্যার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

|

গাজীপুরে শীতলক্ষ্যা নদীর তীর দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল থেকে চলে এই উচ্ছেদ অভিযান।

অভিযান চলাকালে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা, জেটি ও পানির পাম্প গুঁড়িয়ে দেয়া হয়। দেয়া হয় মামলাও।

অভিযানের একপর্যায়ে একটি সিরামিকস কারখানা ভাঙার সময় শ্রমিকরা বাধা দিলে পরে দেড় মাসের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা ভেঙ্গে ফেলতে তাদের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply