কুড়িগ্রামে চর কৃষি ও বাণিজ্য মেলা শুরু ২১ জানুয়ারি

|

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আগামী ২১ জানুয়ারি কুড়িগ্রামে শুরু হবে চর কৃষি ও বাণিজ্য মেলা। “সমৃদ্ধ চর, উন্নত দেশ” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হবে এই মেলা।

আজ শনিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, সুইসকনটাক্ট এম-৪ সি প্রজেক্টের ইন্টারন্যাশনাল এরিয়া ম্যানেজার উৎপল কুমার দত্ত, কো-অর্ডিনেটর আনোয়ারুল ইসলাম, ফুলস্টপ সলিউশন লিমিটেডের বিজনেস ডেভলপমেন্টের ম্যানেজার রাকিুবল হাসান, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চরাঞ্চলের বসবাসরত কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে চরকৃষি ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।

তিনদিন ব্যাপি এই মেলা চলবে ২১ থেকে ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মেলায় থাকছে কৃষি সরঞ্জামসহ সার, বীজ, কীটনাশক, মেশিনারিজ। এছাড়াও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং চরা লের উৎপাদিত পণ্য বিভিন্ন কোম্পানির সাথে সরাসরি আদান-প্রদানের জন্য সরাসরি যোগাযোগ স্থাপন করার লক্ষ্যেই মেলার আয়োজন করা হবে।

সুইসকনটাক্ট-এর এম-৪সি প্রজেক্ট এবং এমজেএসকেএস ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় ফুলস্টপ সলিউশন লিমিটেডের বিজনেস ডেভলপমেন্ট মেলার বাস্তবায়ন করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply