মেক্সিকোতে পাইপলাইনে বিস্ফোরণ, নিহত ৭৩

|

মেক্সিকোতে তেলের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। নিহতদের মধ্যে আছে তিন নারী আর এক শিশু। হিদালগো প্রদেশে শুক্রবার রাতের এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। এখনও নিখোঁজ অনেকে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সরবরাহের লাইন থেকে তেল চুরির সময় এ বিস্ফোরণ হয়। পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায়, অবৈধভাবে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিল অনেক মানুষ।

অভিযোগ আছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই কন্টেইনার ভরে তেল নেয়ার জন্য জড়ো হয়েছিল তারা। পাইপলাইন ফুটো করতে ড্রিল মেশিন ব্যবহারের সময় হঠাৎ শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এখনও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মৃতদেহ। তেল চুরি রোধে মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজের কঠোর নীতির ফলে সম্প্রতি দেশটিতে ব্যাপক জ্বালানি সংকট দেখা দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply